শ্রীমঙ্গলঃ এবারের যাত্রার শেষদিনে
আজকে উঠতে একটু দেরি হলো। কিন্তু রাতে বেশ ভালই ঘুম হয়েছিল। আজকে রাতেও ঘুমাতে হয়েছিল। আমাদের কিন্তু সকাল হতেই এতটা তীব্র গরম সকাল ৯ টা নাগাদ আমরা গরমে উঠে পড়লাম। সেদিন ভাবি আমাদের জন্য নাস্তা রেডি করে রেখেছিলেন। নয়টা উঠে আমরা ফ্রেশ হতে বাইরে চলে গেলাম। মুখ ধুয়ে এগিয়ে টয়লেট করে আবার ঘরে ফিরে আসলাম। … Read more