About Us

About Us — Scilore Academy

Welcome to Scilore Academy — আপনার শিক্ষা এবং ক্যারিয়ারের সর্বশেষ ঠিকানা।
আমরা বিশ্বাস করি, সঠিক গাইডলাইন এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একজন শিক্ষার্থী তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারে। Scilore Academy সেই স্বপ্নপূরণের নির্ভরযোগ্য সঙ্গী।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং চাকরি খোঁজার সম্পূর্ণ সমাধান এক প্ল্যাটফর্মে প্রদান করা।

আমরা যা অফার করি

  • এসএসসি ও এইচএসসি প্রস্তুতি — সেরা শিক্ষকদের তৈরি কোর্স ও মডেল টেস্ট।
  • ইউনিভার্সিটি ভর্তি কোর্স — মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন।
  • বিসিএস ও সরকারি চাকরির প্রস্তুতি — বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পুলিশ, বিজিবি, সেনা বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য স্পেশাল কোর্স ও সাজেশন।
  • স্পোকেন ইংলিশ ও ইংলিশ গ্রামার — দক্ষ ইংরেজি ভাষাজ্ঞান গড়ার জন্য বাস্তবসম্মত কোর্স।
  • IELTS, GRE, PTE কোর্স — আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রস্তুতি এবং স্টুডেন্ট ভিসার জন্য প্রফেশনাল সাপোর্ট।
  • কুইজ ও মডেল টেস্ট সেশন — শিক্ষার্থীদের দক্ষতা যাচাই ও ঝালাই করার সুবিধা।
  • সরকারি ও বেসরকারি চাকরি খোঁজার সিস্টেম — নতুন চাকরির আপডেট এবং নিয়োগ তথ্য।
  • রিমোট জবের সুযোগ — ঘরে বসেই ক্যারিয়ার গড়ার গাইডলাইন।
  • সিভি তৈরি ও জব সলিউশন — প্রফেশনাল সিভি তৈরি এবং চাকরি পরীক্ষার সম্পূর্ণ সহায়তা।

কেন Scilore Academy?

  • দেশের সেরা শিক্ষক ও বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুত করা কোর্স।
  • আপডেটেড সিলেবাস ও সময়োপযোগী কনটেন্ট।
  • ইন্টারেক্টিভ লার্নিং সিস্টেম ও কুইজ ভিত্তিক পুরস্কার।
  • শিক্ষার্থী বান্ধব মূল্য এবং ফ্রি রিসোর্স সুবিধা।
  • ক্যারিয়ার প্ল্যানিং ও গাইডলাইন সুবিধা — একদম শুরু থেকে চাকরি পর্যন্ত!

আমাদের ভিশন

Scilore Academy চায় এমন একটি শিক্ষাভিত্তিক কমিউনিটি গড়ে তুলতে যেখানে প্রত্যেক শিক্ষার্থী তার একাডেমিক ও ক্যারিয়ার জীবনের প্রতিটি ধাপে সমর্থন পাবে। আমরা বিশ্বাস করি, প্রতিভা এবং পরিশ্রমের সমন্বয়ে তৈরি হবে আগামী দিনের নেতৃত্ব।