মামার হার্নিয়ার অপারেশন। হাসপাতাল নির্বাচনের পর্ব।

গত ২ বছর ধরে আমার মামা ওনার হার্নিয়া নিয়ে ভুগছেন। মূলত দীর্ঘদিন ধরে আর্থিক ঝুট ঝামেলা চলছেই ওনার। কিছুতেই কোন কিছু করে উঠতে পারছেন না। আমারো অবশ্য একি হাল ই চলছে। কোন ইফেক্টিভ ইনকাম করতে পারছি না। যেখানেই হাত দিচ্ছি সেখানেই শুকিয়ে যাচ্ছে। মামাও চেষ্টা চালাচ্ছেন কিন্তু পারছেন না। এমতাবস্থায় ওনার হার্নিয়ার ব্যাথা টাও দিন … Read more