লাল পাহাড়ের পাদদেশেঃ শ্রীমঙ্গলের ভ্রমণকথা
এর মধ্যে আন্টি ও ছোট ভাই ও চলে আসলেন। আন্টিও তো এসে খুব হাঁপিয়ে গেছেন। কেননা রাস্তা থেকে অনেকদূর হেঁটে লাল পাহাড়ের গুড়া পর্যন্ত আসতে হয়। আর যে আগুন ফাটা রোদ। মাথা যেন তখনই ফুটিয়ে দিবে তাপে। এমন অবস্থায় আন্টিও বললেন না আর উপরে ওঠা সম্ভব নয়। তখন পায় ও আসলে আমাদের জোর অনেকটাই কমে … Read more